| |
               

মূল পাতা জাতীয় সরকার ব্যক্তিগত লাভের আশায় তদবির করতে বারণ আসিফ মাহমুদের; চাইলেন পরামর্শ


ব্যক্তিগত লাভের আশায় তদবির করতে বারণ আসিফ মাহমুদের; চাইলেন পরামর্শ


রহমত নিউজ     09 August, 2024     11:38 AM    


ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন,ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।

তার আগে রাত ৯টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে শপথ নেন আরও ১৩ জন উপদেষ্টা। তাদের একজন হলেন আসিফ মাহমুদ।